সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক মুদারাবা পারপিচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন

প্রকাশঃ

১১ জানুয়ারি ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৫০০ (পাঁচ শত) কোটি টাকার মুদারাবা পারপিচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বিগত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এ ঘ ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর SJIBL মুদারাবা পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছিল এবং গত ২৮ ডিসেম্বর ২০২১ইং তারিখে তার সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত বন্ডের ইস্যু ম্যানেজার ও লিড এ্যারেঞ্জারের দায়িত্ব পালন করে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিম আলমগীর।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন ও জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের কোম্পানী সেক্রেটারি জনাব মোঃ আবুল বাশার, সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম রাশেদুল হাসান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ