বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর যশোর অঞ্চলের শাখাসমূহের সকল কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৪ নভেম্বর ২০২৩ইং তারিখে যশোর জেলার স্থানীয় এক হোটেলে যশোর এবং পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সকল কর্মকর্তাদের সাথে এক ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাইদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জনাব জি. এম. কামরুজ্জামান, খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মোজাহিদুর রহমান, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান এবং কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এ. বি. এম. আহসানুল কবির-সহ যশোর অঞ্চলের ৯টি শাখার ব্যবস্থাপক এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনা-সহ ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ