বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে চট্টগ্রামস্থ শাখাসমূহের কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা সভা

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের কর্মকর্তাদের সাথে এক ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ প্রধান অতিথি এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল আজিজ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক অত্যন্ত সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। শক্তিশালী পরিচালনা বোর্ড ও দক্ষ জনবলের মাধ্যমে অর্জিত সাফল্য আগামী দিনগুলোতে ধরে রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখাসমূহের সকল ব্যাংকিং কার্যক্রম যথাযথভাবে পরিপালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Microsoft 070-483 Certification

The other two also echoed, I have to go.As a result, a three for one awkward hand was formed, and a table was dismantled. In order to thank the reception unitary a great help, in order to celebrate the historic reunion of Dong family, but Programming in C# also in Microsoft 070-483 Certification Microsoft Windows Store apps 070-483 order to get rid of the plague of old set of simmer soup into trouble, really enjoy a restaurant service, Catch a meal, and discretionary Xiao Qinzi choose restaurants. Xiao 070-483 Certification Qin Zi wrote a second IOU, accept the money to prepare for leave.Do not panic, the business is Microsoft 070-483 Certification set, godmother there account. Back to the duty room, I do not know should be glad that they do not call brave, or regret their cowardice. Microsoft 070-483 Certification Good intolerant at rest, good show finished dishes, the http://www.passexamcert.com wine, so waiter exit to bring the door, into their two worlds.

As for the big money and big money, Programming in C# Li 070-483 Certification Wei does not feel anything. What about your sister She went to Zhuhai Microsoft 070-483 Certification Microsoft Windows Store apps 070-483 and came back 070-483 Certification after the end of the year. Microsoft 070-483 Certification I want to find a house in the city and move away. People say old, I Said Microsoft 070-483 Certification autumn morning. When I saw Ruo Fen, Microsoft 070-483 Certification A Xiang said about the situation in the past year.

frame. Moreover, he obviously wouldn t kill the dog. But these murky eyes, this night seems Microsoft 070-483 Certification Microsoft Windows Store apps 070-483 to have a little light under the Programming in C# mung Microsoft 070-483 Certification bean sized flame of the http://www.testkingdump.com kerosene lamp. When Microsoft 070-483 Certification Li Lao s stick in the Microsoft 070-483 Certification middle of the night learned that Li s anchor was sent to the rescue room for life and death, he was angered and fainted Everyone splashed cold water and slap 070-483 Certification in the face, finally awakening Li Lao stick.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ