শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্ট-এর যৌথ উদ্যোগ

প্রকাশঃ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪-এর প্রাক্কালে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি প্রথম আলো ট্রাস্ট-এর সাথে এই বছরের প্রতিপাদ্য ‘ইন্সপায়ার ইনক্লুশন’ উদযাপন উপলক্ষে ‘এমটিবি ফাউন্ডেশন-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী বৃত্তি’ শীর্ষক প্রকল্পে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের অধীনে, এমটিবি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের শিক্ষা ব্যয় বহনের জন্য প্রথম আলো ট্রাস্টকে সহায়তা করবে। এই প্রকল্পটি এসডিজি ৪ এবং ৫ মোকাবেলায় এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি ডিভিশন, মোঃ শামসুল ইসলাম, হেড অব গ্রুপ এইচআর, মাসুদ মুশফিক জামান, হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স, শাফায়েত উল্লাহ্ এবং ডিভিশনাল হেড, হোলসেল ব্যাংকিং ডিভিশন, মোঃ মামুন ফারুক-এর উপস্থিতিতে প্রথম আলো ট্রাস্ট-এর চেয়ারম্যান, রূপালি চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্ট-এর কোষাধ্যক্ষ, জাহিদা ইস্পাহানি, সমন্বয়কারী, মাহবুবা সুলতানা ও সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক, মোঃ নাজিম উদ্দিন এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ