সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শিল্পী সমিতির বিজয়ী প্রার্থীরা আগামীকাল শপথ নেবেন

প্রকাশঃ

শিল্পী সমিতির নবনির্বাচিত প্রার্থীরা কাল শপথ নেবেন। আজ সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। এর পরই নির্বাচিত শিল্পীরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল বিকেল ৫টায় শপথ গ্রহণ করবেন সবাই। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও সদ্য সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক।

তিনি বলেন, ‘আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমাদের প্যানেল থেকেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এখন শিল্পীদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা সবার অনুমতি নিয়েই আগামীকাল বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। ’

শপথ পাঠ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই আমন্ত্রণ জানানো হবে না। সাইমন বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না। তারা অসাধু ব্যক্তি।

আরও পড়ুন : সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা

এবারের বিজয়ীরা হলেন—ইলিয়াস কাঞ্চন [সভাপতি], নিপুণ আক্তার [সাধারণ সম্পাদক], মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল [সহ-সভাপতি], সাইমন সাদিক [সহসাধারণ সম্পাদক], মামনুন ইমন [সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক], জয় চৌধুরী [আন্তর্জাতিক সম্পাদক], শাহনূর [সাংগঠনিক সম্পাদক], আরমান [দপ্তর ও প্রচার সম্পাদক], আজাদ খান [কোষাধ্যক্ষ]।

কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, নাদির খান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ