শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শীর্ষ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠানদের জন্য বিশেষ সম্মাননা অনুষ্ঠান

প্রকাশঃ

২০২০-২১ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠানদের বিশেষ সম্মাননা প্রদান করেছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। ১৪ সেপ্টেম্বর,২০২১; মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যতম শীর্ষ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিবেচিত হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; মোঃ আলমগীর হোসেন, সদস্য (কর নীতি) (গ্রেড-১), জাতীয় রাজস্ব বোর্ড; মোহাম্মদ গোলাম নবী, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) (গ্রেড-১), জাতীয় রাজস্ব বোর্ড। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইকবাল হোসেন, কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ