মঙ্গলবার, ৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শুদ্ধাচার পুরস্কার পেলেন অগ্রণী ব্যাংকের আট কর্মকর্তা

প্রকাশঃ

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য অগ্রণী ব্যাংকের আট কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। ৩১ মে ব্যাংকটির প্রধান কার্যালয়ের ৫ম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ ও সনদপত্র তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এ সময় তিনি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভালো কাজের জন্য সর্বদাই উৎসাহ প্রদান অব্যাহত রাখবে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সততা, দায়িত্বশীলতা ও একাগ্রতার মাধ্যমে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীনসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মহাব্যবস্থাপক (বিএসইউসিডি) ও শুদ্ধাচার ফোকাল পয়েন্ট হোসাইন ঈমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপমহাব্যবস্থাপক জাকিয়া পারভীন। পুস্কারপ্রাপ্তরা হলেন, উপমহাব্যবস্থাপক শিরীন আক্তার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হাসান, মো. জাকারিয়া মন্ডল, মো. বাদল মিয়া, মুহাম্মদ আনোয়ারুজ্জামান ও মো. আশরাফুল ইসলাম সরকার, প্রিন্সিপাল অফিসার খালেদ মুহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মো. খায়রুল হুদা। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সকলেই তাঁদের অনুভূতিসূচক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ