বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শেয়ারবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশঃ

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসেও দরপতন অব্যাহত থাকায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে সাধারণ বিনিয়োগকারীরা এ বিক্ষোভ করে।

এ সময় সাধারণ বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, বিএসইসির এই চেয়ারম্যানকে দায়িত্বে রেখে শেয়ারবাজার ভালো করা যাবে না। আমরা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ চাই।

তিনি বলেন, দরপতনের প্রতিবাদে আমরা রোজার ঈদের আগেও মানববন্ধন এবং বিক্ষোভ করেছি। প্রতীকী গণঅশন করছি। শেয়ারবাজারের জন্য বেশকিছু সুপারিশ তুলে ধরেছে। কিন্তু পতন ঠেকাতে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা যে দাবিগুলো জানিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। না হলে লাগাতার কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৭ পয়েন্টে নেমে গেছে। আর শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ পয়েন্টে।

সব সূচকের পতনের পাশাপাশি বাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ১০৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ২১৯টি। আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭২ পয়েন্টে। বাজারে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ২২ লাখ টাকা।

Microsoft 70-346 Demo Download Online Sale

I have not seen any details on this photograph of Managing Office 365 Identities and Requirements yours since it was a type of physical training. The http://www.passexamcert.com Microsoft 70-346 Demo Download first few words also clear the back is immediately crying, crying no It s A lot of memories came out. I shoot according to the gun.Clang clang clang clam clam this gun sound deaf My muzzle chasing the straw hat, straw hat in the air was Microsoft 70-346 Demo Download a bullet to transform his body and posture riddled with holes. So you asked again a second time, asked clear and solemn what can not take 70-346 Demo Download care of, you can not attend to what is embarrassed You tell me You wrote my Time is not enough what does that mean I knew I should not write my inner monologue and wanted to create a permanent legend and a permanent regret although the network Microsoft 70-346 Demo Download is illusory, this legend Has been passed down, so my novel my youth those unforgettable people and stories will be on the network a long time Microsoft Office 365 70-346 to spread I will find a home for them, even if it is illusory home.

You have a good foundation, just see if Managing Office 365 Identities and Requirements you have chosen the right path. Old customers who used to cooperate with Tianchi in Color View before saw the opening advertisements, and they turned their backs. Cheng Zhifang changed the clinic opening hours to the afternoon and set aside the morning time to accompany Tianchi. Two years in love with Wu Zhou, the heart of this handsome prodigal http://www.examscert.com/70-346.html son 70-346 Demo Download is not so easy to be bound. Very ordinary Microsoft Office 365 70-346 words, the Microsoft 70-346 Demo Download leaves Microsoft 70-346 Demo Download are very comfortable to listen to.

Whenever he has mud and dust on his hands, and you meet and meet him again, 70-346 Demo Download he will pretend to come to you Microsoft Office 365 70-346 intimately he is the branch secretary Microsoft 70-346 Demo Download of our village he masters and 70-346 Demo Download dominates us. The disco was gone, the music was gone, the radium lights were Microsoft 70-346 Demo Download gone, and the men and women were gone. Niu Changshun and Niu Changfu Managing Office 365 Identities and Requirements are good people.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ