শেয়ারবাজারে এক প্রকার ধস নেমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে দুই শতাংশের ওপরে। এমন পতনের ফলে সূচকটি নয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।
শেয়ারবাজারে অবশ্য এ দরপতনের মধ্যেই ছয় প্রতিষ্ঠানের ছিল সম্পূর্ণ বিপরীত চিত্র। এ ছয় প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে দিনের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এরপরও লেনদেনের বেশিরভাগ সময় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রিতা ছিল না। এ ছয় কোম্পানির মধ্যে রয়েছে- এফএএস ফাইন্যান্স, এস আলোম কোল্ড রোল্ড স্টিল, এনআরবিসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, ইন্টারন্যাশনাল লিজিং এবং শাহিনপুকুর সিরামক।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। দিনের শুরুতে দেখা দেওয়া পতনের ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষপর্যন্ত। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্র।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার। এমন টানা পতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচকটি গত বছরের ২ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ১ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪৮টির। আর ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮২৩ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২০০ কোটি ৭৯ লাখ টাকা।
ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে শাহিনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৯ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আরডি ফুস, ফু-ওয়াং সিরামিক, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, স্যালভো কেমিক্যাল, এসিআই ফরমুলেশন এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৮২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৬টির এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।