সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শেয়ারবাজারে লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে

প্রকাশঃ

গতকাল বুধবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশিরভাগ ব্যাংকের মুনাফার ভাল হলেও শেয়ারের দরপতন ঠেকাতে পারেনি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১২ পয়েন্টে।

বুধবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৬ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকার। যা আগের দিন অথ্যাৎ মঙ্গলবারের থেকে ৫ কোটি টাকা বেশি। মঙ্গলবারে লেনদেনের পরিমাণ ছিল ২৫১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা।

ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৮৫ বারে ৪ লাখ ৪৩ হাজার ৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোট ৬৩ লাখ ৪৭ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৬.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১০ বারে ৩ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।

দরবৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৬.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫২২ বারে ১১ লাখ ২১ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক ও এফএএস ফিন্যান্স।

ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩.২৯ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৯৯ বারে ৪ লাখ ৯৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩.৩৬ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৪০ বারে ১৩ লাখ ৬১ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

দরকমার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪.৯২ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৬৯ বারে ৬৭ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৪৫ হাজার টাকা।

দর হারানোর আসা অন্যান্য কোম্পানি হচ্ছে – ফার্স্ট ফিন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, একমি ল্যাবরেটরিজ, আরএন স্পিনিং, ব্র্যাক ব্যাংক ও সায়হাম টেক্স।

Cisco 100-101 Exam Collection Are The Best Materials

At Cisco 100-101 Exam Collection this time, the production director stood Cisco 100-101 Exam Collection up and said Cisco 100-101 Exam Collection that since the character is insignificant in the play, then the character can just find an 100-101 Exam Collection extra actor to play 100-101 Exam Collection it, and there is no need to find a star with high salary. It s the characteristics of the mass movement. Ming Chengdao You are afraid that if Dad has a sickness and eight pains, she accuses us Julie said Yes, CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) there is a defense. When she came up, she cried, crying and tearing her heart, and Mingzhe Cisco 100-101 Exam Collection refused to stop. CCNA 100-101 Lao Cai in the field looks golden.

Tianchi looked downstairs, and seemed to see blood Cisco 100-101 Exam Collection CCNA 100-101 on the carpet. For a while, a cold wind of cold wind, Cisco 100-101 Exam Collection blowing the sultry inside Cisco 100-101 Exam Collection the car, really cool. Thanks to her father s power, Cheng Gang loaned a technology trading company. He said, For your younger siblings, don t quit. During this CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) period, the child went 100-101 Exam Collection down smoothly and was a pretty girl who was 100-101 Exam Collection white and fat and spotless.

When he saw the chopsticks for dinner, Cisco 100-101 Exam Collection he was still in the hands of the mother, and he stepped 100-101 Exam Collection forward to remove the chopsticks. Now, when the father really needs to check, they forget it When CCNA Interconnecting Cisco Networking Devices 1 (ICND1) he put Cisco 100-101 Exam Collection down the phone, he rushed to find a tricycle and pulled his father to http://www.testkingdump.com/100-101.html check with a tricycle. He realized for the first CCNA 100-101 time that his behavior was still causing harm to Ning s life today. As early as the beginning of the 5,000 year history of sericulture, there has been a lot of research on weaving delicate raw silk into valuable fabrics. A man wearing a cap on his head I don t Cisco 100-101 Exam Collection know if it is bald , came to the car and asked for the goods. Twenty minutes later, she rushed into the city by bicycle.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ