শ্রীলংকায় এবার করোনাভাইরাসের আরও শক্তিশালী একটি ধরন শনাক্ত হয়েছে যা বাতাসের মাধ্যমে ছড়াতে সক্ষম। রোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে এখন পর্যন্ত পাওয়া সব ধরনের মধ্যে এটিই সবচেয়ে বেশি সংক্রামক।
শ্রী জয়াবর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের প্রধান নিলিকামালাভিজে জানিয়েছেন, নতুন এই ধরনটি বাতাসের মাধ্যমে ছড়াতে সক্ষম এবং বাতাসে এক ঘণ্টার কাছাকাছি সক্রিয় থাকতে পারে ভাইরাসটি।
গত সপ্তাহে নববর্ষ উদযাপনের পর থেকে তরুণদের মধ্যেও ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুনভাবে সংক্রমিত হওয়া রোগীরা আগের তুলনায় শ্বাসকষ্ট, অক্সিজেনসহ অন্যান্য জটিলতায় বেশি ভুগছেন। ফলে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে শঙ্কা দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
এরই মধ্যে করোনা প্রতিরোধে দেশটিতে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যা মে মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।