বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সপ্তাহের প্রথম কার্যদিবসে সবকটি সূচকের পতন

প্রকাশঃ

পতনের চক্কর থেকে বেরুতে পারছে না দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবকটি সূচকের পতন হয়েছে ডিএসইতে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৮ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৫ পয়েন্টে নেমে গেছে।

মূল্যসূচকে এই পতনের ফলে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন মূল্য সূচক, বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন এবং সেই সাথে লেনদেনের পরিমাণও কমেছে ডিএসইতে। ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৮ কোটি ৭২ লাখ টাকা।

বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল পলিমারের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৫০ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ফরচুন সুজ এবং ১৩ কোটি ৪০ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এস্কয়ার নেট কম্পোজিট, পাওয়ার গ্রীড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল এবং জিনেক্স ইনফোসিস।

Microsoft 70-347 Dump Test

70-347 Dump Test A small sailor sat on a cyan stone 70-347 Dump Test and happily swayed his two calves. We stayed like this for a while. Tong Yang gave Microsoft Office 365 70-347 up overtime. He left the Microsoft 70-347 Dump Test company with Microsoft 70-347 Dump Test a Microsoft 70-347 Dump Test group of Microsoft 70-347 Dump Test subordinates of the company and then set foot on Enabling Office 365 Services the crowded bus to return home.

When http://www.examscert.com/70-347.html I come out, I Microsoft 70-347 Dump Test 70-347 Dump Test will kill you Who would dare to provoke him in this Dayue Sigong Village He is Microsoft Office 365 70-347 alive and tired, but he is not tired Then you still Enabling Office 365 Services don t pack him In this village, he just gave me some face. He only returned to the city by bicycle in the middle of the night. He was Microsoft 70-347 Dump Test drunk and suddenly remembered that he had seen a movie.

Ning Yu was praised 70-347 Dump Test by this blushing face. The first card, can you weave the overlord silk, depends on Microsoft 70-347 Dump Test how much help is still available Shang Hao listened and said, I Microsoft 70-347 Dump Test just entered Microsoft 70-347 Dump Test the Ministry of Economic Affairs, I have not yet established a firm foothold, and the heel has stabilized. He is born in a high ranking family. Wen Lin knows that the old man can t understand, and he hurriedly translated He said that he knows that you want to run the silk 70-347 Dump Test factory in this life and want to weave the tyrant silk, but he didn t Microsoft Office 365 70-347 help you. There is a copy of the will of the grandfather, the amount of deposits of the Shangjili Group in the bank and the fixed assets accounting figures, a copy of the legal provisions on the distribution of the inheritance, and a copy of the indictment submitted to the court, which also contains There is a small piece of paper, that is, this note surprised Changsheng, and the paper only writes a few simple words If you win the lawsuit, I hope you Microsoft 70-347 Dump Test will go to the silk weaving factory, I Enabling Office 365 Services can continue to You work.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ