শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সপ্তাহের শুরুতেই সূচকের ব্যাপক পতন

প্রকাশঃ

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২২৮ পয়েন্ট। এদিন উভয় বাজারে কমেছে লেনদেনও।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৪ পয়েন্টে।

ডিএসইতে টাকার অংকের আজ ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০৫ কোটি ২৪ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৫৬১ কোটি ৪১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে  ২৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫১৪  পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ