রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সব বন্দরে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা

প্রকাশঃ

দেশের সব স্থল, বিমান ও সমুদ্রবন্দরে অবস্থিত ব্যাংকের শাখাগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খুলে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, গত ১২ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সভায় সিদ্ধান্ত হয়, রপ্তানি আয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরের কার্যক্রম সার্বক্ষণিক পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের মতো কাস্টমস ও ব্যাংকিং কার্যক্রম সকল বন্দরেই ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।

গতকাল জারি করা ওই সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা চালু রাখার প্রয়োজনী ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ