শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে যা করা উচিৎ

প্রকাশঃ

প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে খারাপ-ভালো কিছু সময় থাকে। এমন কোনো সম্পর্ক নেই যেখানে মতবিরোধ হয় না। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটোই থাকে। আর প্রেমের সম্পর্ক হলে তো কথাই নেই। মান-অভিমান, আবেগ, উত্তেজনাসহ আরও অনেক অনুভূতি সব সময় যেন লেগেই থাকে। তাই সম্পর্ক যেন নষ্ট না হয় সে দিকে লক্ষ রেখে সম্পর্ক টিকিয়ে রাখতে খুঁটিনাটি বিষয়গুলিকে সামলাতে হয় খুবই সতর্কতার সঙ্গে। কারণে সম্পর্কের সামান্য একটু ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস সম্পর্ককে শেষ করে দিতে পারে চিরদিনের জন্য।  এ জন্য সম্পর্ক দীর্ঘস্থায়ী  রাখতে  প্রত্যেককে যা করা উচিৎ:

১. শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে একে অপরের জন্য সময় দেওয়া। সঙ্গীকে যতটা সম্ভব সময় দিন। সঙ্গীর সঙ্গে যত বেশি সময় কাটাবেন ততই একে অপরকে বুঝতে পারবেন।

২. সবসময় ইতিবাচক কথা বলুন। সঙ্গীর প্রতি আপনার ভালবাসা ব্যক্ত করুন। কখনও কখনও তার  প্রশংসা করুন। এতে সম্পর্ক আরও সুন্দর এবং গভীর হবে।

৩. কোনও বিশেষ কারণ বা উপলক্ষ ছাড়া মাঝে –মধ্যে ছোট ছোট উপহার দিন আপনার সঙ্গীকে। এতে সঙ্গীর প্রতি আপনি কতটা যত্নশীল তা প্রকাশ পাবে।

৪. স্পর্শ যে কোনও সম্পর্কের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ মানুষের কাছ থেকে স্পর্শ বা ছোঁয়া মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। তাই সঙ্গীর হাত ছোঁয়া, হাত ধরা, ভালবেসে জড়িয়ে ধরা, কাঁধে বা বুকে মাথা রাখা সম্পর্কের গভীরতা বহুগুণ বাড়িয়ে দেয়।

৫. শুধু মুখের কথা নয়, সঙ্গীর জন্য আপনি কতটা অনুভব করেন তা কাজ করে দেখান। পরিস্থিতি বা সুযোগ বুঝে সঙ্গীকে এমন কিছু করে দেখান, যাতে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ তা প্রকাশ পায়।

100% Pass Rate SPHR Study Guide Book For HRCI Certifications

Since then, the military units of our military removed the blaze of gun bladders prior to entering the exercise area and finally became more fierce. You http://www.passexamcert.com know me, and I ve forgotten too much The Professional in Human Resources (SPHR) before a poem written by a reader who wrote or she when I read my unfinished novel. Phoebe HRCI SPHR Study Guide Book put a blue cover diary gently on my eyes we have made this one notebook.I got up and opened HRCI SPHR Study Guide Book the SPHR Study Guide Book diary and the familiar, fragrant aroma came in yes, the dried wild orchid, caught HRCI SPHR Study Guide Book in the diary, the longer it came, the more fragrant, the savory, and the smaller The same smell. this is the afternoon again, the train back to finish Prepare for dinner wait until the head HRCI Certifications SPHR commander to rest, I went into the gun depot, all night studying firearms and various reconnaissance equipment I really honest tell you later you know.You see me for a long time, haha laughed Director ah I think for a long time, how to say ah Director.

Sunshine came to HRCI SPHR Study Guide Book HRCI Certifications SPHR a certain HRCI SPHR Study Guide Book SPHR Study Guide Book city with two assistants from Canada. There was no warning at the time of the accident. You should The Professional in Human Resources (SPHR) first buy two HRCI SPHR Study Guide Book SPHR Study Guide Book new shoes and buy two sets of suits. The two HRCI SPHR Study Guide Book of them met, and Ruofen understood that the woman had an inquiry, care and doubt in her sight.

There The Professional in Human Resources (SPHR) were SPHR Study Guide Book two plastic boxes of Thai style Tom Yum soup. You are not SPHR Study Guide Book right. HRCI SPHR Study Guide Book The bear can sniff a few miles, Zoe said. I said, I finished HRCI SPHR Study Guide Book a bowl of noodles in a restaurant, reading a newspaper HRCI Certifications SPHR on the table, the HRCI SPHR Study Guide Book kitchen was on fire, there was an explosion, what happened in the future.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ