সোমবার, ৩০শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাকড

প্রকাশঃ

ভারতীয় একদল হ্যাকার ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করে সার্ট। তবে এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে ডেটা ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য থাকায় প্রতিষ্ঠানটির তথ্য ফাঁসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকের ঘটনা ঘটেছে। তবে সেগুলো বেশ নিম্মমানের হ্যাকিং ছিল বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট, ব্যাংক ওয়েবসাইট। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ