বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সর্বোচ্চ সংখ্যক বীমা প্রতিষ্ঠান সাথে নিয়ে এমটিবি’র ব্যাংকাসুরেন্স অনুমোদন লাভ

প্রকাশঃ

বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাস্যুরেন্স শুরু করার অনুমোদন লাভ করেছে। এটি ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংক তার বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিবে। এই অনুমোদন এর মাধ্যমে এমটিবি অনুমতি প্রাপ্ত সীমিত সংখ্যক ব্যাংকের অন্তর্ভুক্ত হলো, যাদের মাধ্যমে গ্রাহক ব্যাংকাসুরেন্স সেবা গ্রহণ করতে পারবে। গ্রাহকদের বিস্তৃত পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে, দেশের শীর্ষস্থানীয় লাইফ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে এমটিবি অংশীদারীত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকিং ব্র্যান্ড হিসেবে এমটিবি ব্যাংকাসুরেন্স সেবায় নেতৃত্ব প্রদান করার মাধ্যমে গ্রাহকদের বীমা সেবার প্রয়োজনীয়তা পূরণ করার ক্ষেত্রে আশাবাদী।

বাংলাদেশ ব্যাংক-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেনের হাতে অনুমোদনপত্র হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুর রহমান, অতিরিক্ত পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, আশরাফুল আলম, যুগ্ম পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, তাহসিন শহীদ, চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার, এমটিবি এবং খন্দকার ফয়জুল্লা হেস সামী, হেড অব ব্যাংকাসুরেন্স, এমটিবি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ