শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাউথইস্ট ব্যাংক কর্মকর্তাদের জন্য বাস সেবার উদ্বোধন

প্রকাশঃ

নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে সাউথইস্ট ব্যাংক কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের জন্য ঢাকা শহরে সাউথইস্ট ব্যাংক বাস সেবার উদ্বোধন করলো। সাউথইস্ট ব্যাংক স্টাফ বাস সেবা ঢাকা শহরে ৬টি বাস দিয়ে বিভিন্ন রুটে চালু করা হচ্ছে ক্রমান্বয়ে অন্য মেট্রোপলিটন শহরেও চালু করা হবে। সাউথইস্ট ব্যাংক বিভিন্ন সময়ে কর্মকর্তাদের কল্যানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, বাস সেবা যার মধ্যে অন্যতম ।

এই বাস সেবা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের শুধু সময়মতো ও নিরাপদে অফিসে যাতায়াতের কাজই করবে না বরং কর্মক্ষেত্রের বাহিরেও তাদের মধ্যে সৌহার্দপূর্ণ স¤পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাউথইস্ট ব্যাংক কর্মকর্তাদের যাতায়াতের জন্য বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ