মঙ্গলবার, ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান এম.এ.কাশেম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম এর সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মিশনকর্তৃক পরিচালিত অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পসমূহ পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ.ফ.ম. গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম বলেন, “সাউথইস্ট ব্যাংক সবসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।”

প্রফেসর ড. গোলাম রহমান বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমরা আরও সহজ এবং ব্যাপকভাবে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারব ”।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন শিক্ষা খাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ শিক্ষার্থী অ্যাকাউন্ট, শিক্ষা ঋণ এবং গবেষণা তহবিলের মাধ্যমে শিক্ষাখাতে ব্যাংকের অবদান রাখার উদাহরন তুলে করেন। তিনি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের টিউশন ফি কালেকশন সেবা, পে-রোল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম “সাউথইস্ট এডুফিন”-এর সুবিধা এবং প্লেসমেন্ট অফ ফান্ড এর সম্ভাবনার উপর আলোকপাত করেন।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবার সহজলভ্যতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে সহায়তা, এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ