সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাতক্ষীরায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (৩০.০৩.২০২৪) সাতক্ষীরার কলারোয়ার কামারালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, রসুন, চিনি, সেমাই ও ছোলাসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, ব্যাংকের সাতক্ষীরা এরিয়া প্রধান মো. আব্দুস সালাম, খুলনা এরিয়া প্রধান আ.ন.ম. অব্দুল হাই সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনতা ব্যাংক সমসময় মানুষের পাশে থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ