রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতের

প্রকাশঃ

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১২ খাতের দর (রিটার্নে) বেড়েছে। এর বিপরিতে দর কমেছে মাত্র ৬ খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্স্যুরেন্স খাতের। এ খাতের দর বেড়েছে ০.৬০ শতাংশ। এরপরেই বেড়েছে ব্যাংক খাত। এ খাতের দর বেড়েছে ০.৩৪ শতাংশ। এরপর ০.৩৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত।

অন্য খাতগুলোর মধ্যে তথ্য ও প্রযুক্তি খাতে ৩৩ শতাংশ, আর্থিক খাতে ০.৩২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.২৯ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.২৭ শতাংশ, সিমেন্ট খাতে ০.১৪ শতাংশ, টেক্সটাইল খাতে ০.১৩ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ০.৯ শতাংশ, বিবিধ খাতে ০.৮ শতাংশ, ভ্রমণ খাতে ০.৭ শতাংশ দর বেড়েছে।

এছাড়া সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। এ খাতে ০.৫৩ শতাংশ দর কমেছে। এরপরে রয়েছে জুট খাত। এ খাতে ০.৪৬ শতাংশ দর কমেছে। এরপর পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ০.৪৬ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ০.২০ শতাংশ, ট্যানারি খাতে ০.১৮ শতাংশ এবং সিরামিকস খাতে ০.৮ শতাংশ দর কমেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ