শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সাবেক অর্থমন্ত্রী এ এম এম মুহিতের ৮৬তম জন্মদিন উদযাপিত

প্রকাশঃ

বাংলাদেশের অবিস্মরণীয় প্রবৃদ্ধির রূপকার, সুলেখক ও সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর ৮৬তম জন্মদিন উদযাপন করেছে কমনওয়েলথ সোসাইটি বাংলাদেশ। এ উপলক্ষে গত ২৫ জানুয়ারি ২০২০ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব এম মোকাম্মেল হক এবং সঞ্চালনা করেন বিশিষ্ট রাজনীতিক এ কে এম নুরুল ফজল বুলবুল।

এ সময় সাবেক অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন, বঙ্গবন্ধু সরকারের খাদ্যমন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী ও সাবেক অর্থসচিব এম সাইদুজ্জামান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, জাতীয় অধ্যাপক সায়লা খাতুন, বেগম নূরুল কাদের খান, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল হাসান, সাবেক রাষ্ট্রদুত এম মহসিন, এম আর ওসমানী, সাবেক সচিব এম এ মুবিন, এম এ করিম ও আরাস্তু খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স- বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমান, লে. জেনারেল (অব.) মাইনুল ইসলাম এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান রেশাদুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, আইএফআইসি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক শাহ্ আলম সরওয়ার, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কান্ট্রি প্রধান নাসের এজাজ বিজয়, সিডিবিল এর ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, ইডকল এর প্রধান নির্বাহী মাহমুদ মল্লিক, বিশিষ্ট পরামর্শক তারেক নেওয়াজ খান ও সিএসপি হাবিবুল হক। এ সময় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ