বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সারা দেশে একদিনে করোনার টিকা নিয়েছেন ৫৮ হাজার মানুষ

প্রকাশঃ

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪১তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন।

টিকা নেয়ার পর সামান্য পাশ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯২৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ