বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশঃ

প্রসূতি মায়ের অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

ব্যারিস্টার সুমন বলেন, ‘সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এ সংক্রান্ত প্রতিবেদন রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে।’

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত দুই বছরে সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মের হার বেড়েছে ৫১ শতাংশ। প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিষয়টিকে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার উল্লেখ করেছে।

সিজারিয়ানে সন্তান জন্মদানে নানা ঝুঁকি রয়েছে উল্লেখ করে সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালে যত সিজারিয়ান হয়েছে তার ৭৭ শতাংশই চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় ছিল। তা ছাড়া এতে মা ও শিশু উভয়কেই অস্ত্রোপচার ঝুঁকিতে পড়তে হয়। শিশু জন্মের অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের ফলে ইনফেকশন ও মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ, অঙ্গহানি, জমাট রক্ত ইত্যাদির কারণে মায়েদের সুস্থতা ফিরে পেতে প্রাকৃতিক প্রসবের তুলনায় অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশি বাবা-মায়েরা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানে খরচ করেছেন প্রায় ৪ কোটি টাকার বেশি। জনপ্রতি গড়ে যার পরিমাণ ছিল ৫১ হাজার টাকার বেশি। সিজারিয়ানে সন্তান জন্মদানের হার বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোতে মারাত্মক হারে বেশি। বেসরকারি হাসপাতালগুলোতে যত শিশু জন্ম নেয় তার ৮০ শতাংশই হয় অস্ত্রোপচারের মাধ্যমে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে প্রসবকালীন অস্ত্রোপচার ৪ থেকে ৩১ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সেভ দ্য চিলড্রেন এমন অপ্রয়োজনীয় প্রসবকালীন অস্ত্রোপচার ঠেকাতে চিকিৎসকদের ওপর নজরদারির পরামর্শ দিয়েছে। এ প্রবণতার জন্য সংস্থাটি আংশিকভাবে বাংলাদেশের চিকিৎসাসেবা খাতের অব্যবস্থাপনাকে দায়ী করছে।

সংস্থাটি বলছে, কিছু অসাধু চিকিৎসক এর জন্য দায়ী, যাদের কাছে সিজারিয়ান একটি লাভজনক ব্যবসা।

The Most Effective RedHat EX200 Certification Exam

I did not see what my brother looks like Get out to the infirmary The sentry hesitated and he RedHat EX200 Certification Exam was afraid to be the Lord. The question is what kind of EX200 Certification Exam maneuver is my grandmother doing Our original landing action was a slight cushioning of the RedHat EX200 Certification Exam legs. Female soldiers are laughing like shrimp RHCSA EX200 straight up like waist.Cadres are also distant music. We do not have a Red Hat Certified System Administrator – RHCSA choice of kettles, all of EX200 Certification Exam them mountain scissors.Because the knife in the wood is more important than water. RedHat EX200 Certification Exam Then the squad leader would like to say a few words with the little shadow, this is normal and normal for RedHat EX200 Certification Exam me, too, the terms of office and even more so.

Ning an RHCSA EX200 Certification Exam sent them to the EX200 Certification Exam car and returned to the mulberry garden. She knows that Red Hat Certified System Administrator – RHCSA he will write official documents, draw advertisements, and use computers. Today, both the cultural relics and the bones were found on the post, and there must be a story hidden in it Then we will see you on RedHat EX200 Certification Exam the post tomorrow Xiao Tang smiled. One of them is that the man s interest in the woman s body has fallen rapidly, and you have already reached this point You are RedHat EX200 Certification Exam a fool Liya s worried tears tell me that he is amused. One thing. Hey Ning an Asked. I decided to do it with you. Do you work with us Ning Yu s eyebrows bent, What Silk Zhenzhong laughed. It turned two rounds. The silver bearing drive drove forward, and the scene in front of me was really RHCSA EX200 tremulous almost all of the ground was squatting, and the snoring was deafening.

She said that the cry of an old woman would RedHat EX200 Certification Exam not be so fine. Under this time, I still have to be a shame, and all my relatives and friends know that my family and even my grandson RedHat EX200 Certification Exam and daughter in law can t come Why do you want to call me a capitalist The composition of the RHCSA EX200 capitalist is so afraid of people I will prepare funds when I go back. You have to EX200 Certification Exam see something RedHat EX200 Certification Exam that you shouldn t see. In the moonlight, Zhuo Yuan saw the sharp Red Hat Certified System Administrator – RHCSA and angular face of EX200 Certification Exam Ding Zhi, and suddenly felt that he had told him that the archaeological captain s analysis of the pattern was somewhat out of place. He now understands a bit why many RedHat EX200 Certification Exam officials in history have been reluctant to let their children go to work as officials.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ