শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ

সমাপ্ত হিসাব বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ হারে লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ। বাকী ২ শতাংশ বোনাস।

মঙ্গলবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৫৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২১ পয়সা।

আগামী ৪ জুলাই দুপুর ২টায়ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ