বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংক ও এডিএন টেলিকমের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এমপ্লয়ী ব্যাংকিং সুবিধার পরিধি বিস্তৃত করতে সম্প্রতি সিটি ব্যাংক এবং এডিএন টেলিকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ চুক্তির আওতায় এখন থেকে এডিএন টেলিকম লিমিটেডের সকল ব্যাংকিং কার্যক্রম সিটি ব্যাংকের এমপ্লয়ী ব্যাংকিং-এর মাধ্যমে সম্পন্ন হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ও এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, চিফ ইকোনমিস্ট এন্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ অরূপ হায়দার, হেড অব এমপ্লয়ী ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ