শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপন ও গুলশান লেক পরিষ্কার কর্মসূচি

প্রকাশঃ

সিটি ব্যাংক, গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউকের যৌথ উদ্যোগে গুলশান-বাড্ডা লিংক রোডে ০৫ জুন, ২০২৪ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এবছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সিটি ব্যাংক এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার উপস্থিত ছিলেন। গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, রাজউকের মেম্বার সামসুদ্দীন আহমেদ চৌধুরী এবং গুলশান সোসাইটির সদস্যগণ ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিটি ব্যাংক বিগত কয়েক বছর ধরে সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে পরিবেশ বিষয়ক নানা পদক্ষেপ নিয়ে আসছে। ব্যাংক মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও ফেনী ইকোনমিক জোনসহ দেশের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে লক্ষাধিক বৃক্ষ রোপন করেছে। গত কয়েক বছরের মত এবছরও সিটি ব্যাংকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ ব্যাংক গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এ চালু করে গ্রীন সেভিংস অ্যাকাউন্ট। প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গ্রীন সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে এ বছর একটি করে গাছ রোপন করবে এই ব্যাংক। কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডার নিজেরা প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে তাদের গাছ রোপন করেন। এছাড়া গুলশান সোসাইটির সাথে বৃক্ষরোপন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ব্যাংকটি আজ থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ৫০০০ গাছ লাগানোর কাজ শুরু করেছে।

টেকসই পরিবেশ তৈরিতে বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি সিটি ব্যাংক এবছর গুলশানের আশেপাশের জলাশয়গুলিকে তাদের পূর্বের দূষণমুক্ত অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং পুনরুদ্ধারে গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রাজউকের সাথে কাজ শুরু করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ