চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কভিড-১৯ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গোলবার (৩১ আগস্ট) রাত ২টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপরে বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ বলেন, আজ (৩১ আগস্ট) রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে সিনোফার্মের মোট এক কোটি ৪৫ লাখ ডোজ কভিড-১৯ টিকা এসেছে ।
আরও পড়ুন : সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে
এদিকে পূর্ব ঘোষণা থাকলেও সোমবার দেশে এস পৌঁছেনি যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা। এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।
আরও পড়ুন : সৌদি যাওয়ার অনিশ্চয়তা কাটল সিনোফার্মের টিকা গ্রহণকারীদের
তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার চালান নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে বিশেষ কারণে তা আসছে না। আগামী ১ সেপ্টেম্বর বিকেলে টিকার এ চালান ঢাকায় পৌঁছাবে।