শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিলেটের মোগলাবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এর ২৩৪তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রকাশঃ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ২৩৪তম এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার এআইবিল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান ফজলুর রহমান (আশরাফী), এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ময়নাল হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। জালালাবাদ বিজনেস ফোরামের উপদেষ্টা শামসুদ্দিন ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালদিঘীর পাড় শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক মিয়া, স্থানীয় জনগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ