মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভাবাজারে বন্যার্তদের মাঝে জনতা ব্যাংকের ত্রাণ বিতরণ

প্রকাশঃ

সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত ২৮ জুন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ভার্চুয়ালি সংযুক্ত থেকে ত্রাণ বিরতন কর্মসুচীর উদ্বোধন করেন। এছাড়া অন্যান্য সময় ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আসাদউল্লাহ ত্রাণ বিতরণকালে র্ভাচুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুল ওয়াদুদের তত্ত্বাবধানে ব্যাংকের ত্রাণ বিতরন কার্যক্রম ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পরিচালিত হয়।

সুনামগঞ্জ সদরের হাওড় বেষ্টিত মোহনপুর ইনিয়নের উজান রামনগর, রহমতপুর, নোয়াগাঁও ও মোড়ারবন্দ গ্রাম, মুল্লাপাড়া ইউনিয়নের সরদাবাজ, বলাউরা, দরিয়াবাজ গ্রাম ও বুরহান নগর ইউনিয়নের মাইজবাড়ি, ব্রাক্ষন পাড়াসহ আরও কয়েকটি গ্রাম, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া, জয়কলস, তেঘারিয়া গ্রাম ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শিমুলিয়া আশ্রায়ণ প্রকল্প ও লম্বাকান্দি গ্রাম ও সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর, গোবিন্দপুর, জাঙ্গাইল গ্রাম এবং গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই, মেহেরপুর, বসন্তপুর, কালিকৃষ্ণপুর গ্রামসহ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের অসহায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এর ব্যক্তিগত তহবিল এবং ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ