শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে ওমরাহ হজ চালু করতে যাচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। এ অবস্থায় কেবল স্থানীয়রা ওমরাহ হজ করার সুযোগ পাবেন। সৌদি গ্যাজেট এই তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কবে থেকে ওমরাহ চালু হবে তা স্পষ্ট করা হয়নি।
গ্যাজেটে আরও বলা হয়, ওমরাহ পালনের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। যার ওপর ভিত্তি করে সময় ও তারিখ উল্লেখ করে ওমরাহ পারমিট দেবে কর্তৃপক্ষ। সৌদি আরব করোনা সংক্রমণের কারণে গত ২৬শে ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয়।
এদিকে আজ থেকে সৌদি আরবে সীমিত পরিসরে চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। গালফ কো-অপারেশন কাউন্সিল সদস্যভুক্ত দেশের নাগরিকরা আজ থেকে প্রবেশ করতে পারবে সৌদি আরবে। তবে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।