আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা পৈানে ১২টায় ডিএসইতে ৮৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৩ পয়েন্টে।