বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে ডিএসইতে লেনদেনেও ধীরগতি রয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ৯৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, এ সময় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৬৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।