রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের পতন ধারায় চলছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন

প্রকাশঃ

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে চলছে পুঁজিবাজারে লেনদেন। পুঁজিবাজারে লেনদের শুরুর ঘন্টা দেড়েক পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৯২৭ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ডিএসইতে ২৪ হাজার ৬১৪ বারে ১ কোটি ৭৯ লাখ ২ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির; কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ পয়েন্টে। এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ পয়েন্টে।
অপরদিকে উল্লেখিত সময়ে সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৫৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ