রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের সাথে লেনদেনও কমেছে আজ

প্রকাশঃ

চলতি সপ্তাহে সূচকের টানা উত্থানের পর আজ মঙ্গলবার মূল্য সূচকের পতনে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৯ পয়েন্ট। আজ উভয় পুঁজিবাজারেই লেনদেনের পরিমাণও কমেছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৭ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে আজ ৪০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৮৭ কোটি ৯৯ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৩০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ