বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সূচকের সাথে লেনদেনও কমেছে

প্রকাশঃ

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২৬ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে আজ ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৫২ কোটি ৪৬ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ