সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ১৪২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৯ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।