মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল ১ দিন বন্ধ, আটকা পড়েছেন ৪ হাজার পর্যটক

প্রকাশঃ

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়ায় দ্বীপটিতে প্রায় ৪ হাজার পর্যটক আটকা পড়েছেন।

গতকাল রোববার রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল ১ দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ১ দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচল আবার শুরু হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় ৪ হাজার পর্যটক আটকা পড়লেও এ সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটকের নিজ উদ্যোগে সেন্টমার্টিন ত‍্যাগের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ