সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।
মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র তিন মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ আবদুল মান্নান ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ ছাড়াও এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এর পাশাপাশি তিনি রেমিট্যান্স এম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, ‘সরদার প্যাটেল অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্যসচিব ও সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ সভায় উপস্থিত ছিলেন।