সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংকের সাথে ট্যুরিজম বোর্ডের চুক্তি

প্রকাশঃ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতাধীন ট্যুর অপারেটরদের থেকে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ট্যুর অপারেটররা তাদের বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

১৫ সেপ্টেম্বর, রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ