শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একীভূতকরণে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির সাথে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ লক্ষে রবিবার বাংলাদেশ ব্যাংকের এন হামিদুল্লাহ মিলনায়তনে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোঃ হাবিবুর রহমান গাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পরবর্তী এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম বলেন, এ একীভূতকরণের ফলে উভয় ব্যাংকের গ্রাহকের স্বার্থ শতভাগ সংরক্ষিত হবে। এক্ষেত্রে তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এছাড়া বিশেষ কোন বিভাগীয় কার্যক্রম না থাকলে এ দু’টি ব্যাংকের কেউ চাকরি হারাবে না। যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এ দু’টি ব্যাংক একীভূত হওয়ায় ঋণ প্রদানে সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য সূচকেও উন্নয়ন ঘটবে আশা করা যায়।

এসময় সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামীমা নার্গিস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাছের, ডেপুটি গভর্নর নুরুন নাহার, উভয় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ