বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশঃ

সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সাধারণ বীমা কর্পোরেশনের গ্রাহকেরা এখন অনলাইনে ঘরে বসেই সব ধরণের ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং অন্যান্য ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। ২১ অক্টোবর সোমবার এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও সাধারণ বীমা কর্পোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার বিবেকানন্দ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মো. আবু সাঈদ, জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল ও মো. আমিনুর রহমান খান, সাধারণ বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এ. কে. মাকসুদুল আহসান ভূইয়া ও শাহ্ মুহাম্মাদ সানওয়ার আলমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ