সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোনালী ব্যাংক লিমিটেডের নতুন জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান

প্রকাশঃ

সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের গুরুত্বপূর্ন প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখার শাখা প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের শেষ বর্ষে অধ্যয়নরত অবস্থায়ই ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে প্রবেশনারী অফিসার হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চাকুরীরত অবস্থায় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাষ্টার্স ইন গভর্নেন্স ষ্টাডিস এ অধ্যয়নরত আছেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন বঙ্গভবন শাখা, হোটেল সোনারগাওসহ বিভিন্ন শাখা, প্রিন্সিপাল অফিস, প্রধান কার্যালয়ের একাধিক বিভাগে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি আইবিবির একজন ডিপ্লোমেড এসোসিয়েট।

গত ৩৩ বছর যাবত তিনি সমাজের প্রতিবন্ধিদের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধিদের নিয়ে কাজ করার স্বীকৃতস্বরূপ সম্প্রতি তিনি ভারতের হ্যালো কলকাতা সংগঠন কর্তৃক ইন্দো বাংলা এওয়ার্ড পেয়েছেন । এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইএসএ কর্তৃক ২০১৭ সালে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় ।জাকির হোসেন খান ১৯৬১ সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ