সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও চিফ ইনফরমেশন অফিসার জাকির হোসেন খান এর চাকুরী হতে বিদায় ও পিআরআল এ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যম-এর জাকির হোসেন খানকে চাকুরী হতে বিদায় জানানো হয়। ব্যাংকের সিউও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান সম্মাননা ক্রেস্ট প্রদান করে জিএম জাকির হোসেন এর চাকুরী হতে অবসরের দিনে বিদায় জানান। তিনি জিএম জাকির হোসেন খান এর ৩৭ বছরের সফল ও বর্ণাঢ্য কর্মজীবনের সফল সমাপনান্তে তার ভবীষ্যত সুখি ও সমৃদ্ধ জীবনের সুখকামনা করে বক্তব্য রাখেন। এসময় প্রধান কার্যালয়ের ডিজিএম জেনারেল ম্যানেজারবৃন্দ এবং সকল বিভাগের ডিজিএম গণ এসময় উপস্থিত ছিলেন।