সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত ‘প্রজেক্ট ফাইন্যান্সিং: আপ্রাইসাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট’ শীর্ষক ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। ১৬ ফেব্রুয়ারি, রবিবার স্টাফ কলেজ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের প্রিন্সিপাল সাহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য নির্বাহী, ফ্যাকাল্টি মেম্বার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।