শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোমবার থেকে লন্ডন-সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

প্রকাশঃ

করোনা ভাইরাসের মহামারির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামী সোমবার (১০ আগস্ট) থেকে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আগামীকাল লন্ডন থেকে ছেড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর পর ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিলেট ওসমানী বিমানবন্দরকে সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২৪ মার্চ থেকে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে একদিন সরাসরি লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইট চালু থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ