বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোমবার সারাদেশে ৫ লাখ ৮৪ হাজার ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে

প্রকাশঃ

সোমবার (৬ ডিসেম্বর) সারাদেশে ৫ লাখ ৮৪ হাজার ৬৯৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৯ লাখ ৭০ হাজার ১৬০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮০২ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

সোমবার ( ৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন : স্বাস্থ্য অধিদপ্তর মলনুপিরাভির ব্যবহারের অনুমতি দিল

শিক্ষার্থীসহ সোমবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৩১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৯৬৪ জনকে। আর সোমবার ৩৮ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৫ হাজার ৮১৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৭৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৪১৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ