বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-কে এমটিবি’র সহযোগিতা

প্রকাশঃ

এমটিবি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিস)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-কে বিগত বছরের ন্যায় এবছরও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই সহায়তা সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর অটিস্টিক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষায় ও প্রশিক্ষণে কাজে লাগবে যেন তারা পরবর্তীতে তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে এবং আমাদের মূলধারার সমাজে তাদের অর্থবহ অবদান রেখে এগিয়ে যেতে পারে।

সোয়াক কার্যালয়, আদাবর, ঢাকা-১২০৭-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর চেয়ারম্যান, সুবর্না চাকমার হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ। এছাড়াও সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর ভাইস চেয়ারম্যান, নকীব উদ্দীন খান ও সচিব, মোহাম্মদ সারোয়ার হোসাইন এবং এমটিবি’র হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান ও হেড অব সাস্টেইনেবিলিটি এন্ড রিস্ক গভার্নেন্স ফাংশনস্, তাহমিনা জামান খান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ