সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সৌদি ভ্রমণে বিধিনিষেধ না মানলে ১ লাখ রিয়াল জরিমানা

প্রকাশঃ

সৌদি আরবে ভ্রমণ করতে হলে মানতে হবে বিধি নিষেধ, না মানলে জরিমানা হিসেবে গুনতে হবে এক লাখ সৌদিরিয়াল এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ। দেশটির মন্ত্রিসভায় এ আইন পাস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব।

দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ