চট্টগ্রামবাসীর সুবধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি হজ ফ্লাইট চালু করায় এ অঞ্চলের সম্মানিত হাজিগণ পবিত্র হজ পালন শেষে সহজেই জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে ফিরতে পারছেন। চট্টগ্রাম অঞ্চলের হাজিদেরকে বহনকারী বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি৩১৫৪ গতকাল ০৫ জুলাই রাত ০৮:১০টায় জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন হাজি ছিলেন যাদের মধ্যে ৩৯৯ জন চট্টগ্রামে ও বাকিরা ঢাকায় আসেন। বিমানবন্দরে অবতরণের পর হাজিগণকে জমজমের পবিত্র পানি সরবরাহ করা হয়।
এবছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ রুটের শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ২ আগস্ট জেদ্দা বিমানবন্দর থেকে যাত্রা করবে। সম্মানিত হাজিগণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিমান কর্তৃপক্ষ ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে হজফ্লাইট পরিচালনা করছে।